ঝালকাঠি সরকারি কলেজে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অত্যাধুনিক লাইব্রেরী রয়েছে যেখানে পর্যাপ্ত দেশী বিদেশী বই, পত্রিকা, সাময়িকী ইত্যাদি প্রকাশনা এবং পর্যাপ্ত বসার ব্যবস্থা রয়েছে। এছাড়াও শিক্ষার্থীদের প্রয়োজনে লাইব্রেরীতে কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রয়েছে।
লাইব্রেরির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারী (লাইব্রেরী সংক্রান্ত প্রয়োজনে) | |||
ক্রমিক নং | নাম | পদবি | মোবাইল নং |
১ | মোঃ কামরুল হাসান | শরীরচর্চা শিক্ষক (লাইব্রেরিয়ান-অতিরিক্ত দায়িত্ব) | 01716808914 |
২ | মোঃ তামিম | অফিস সহায়ক |