ঝালকাঠি সরকারি কলেজের সংক্ষিপ্ত ইতিহাসঃ
————————————————
১৯৬৪ সালের ১লা জুলাই ঝালকাঠি শহরের বিশিষ্ঠ বিদ্যানুরাগী ডাঃ এ জামানের অনুপ্রেরণায় সুগন্ধা নদীর তীরে পুরাতন একটি ভবনে ঝালকাঠি কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। অল্পদিনের মধ্যেই কলেজের সুনাম ছড়িয়ে পড়ে এবং সাধারণ জনগণের প্রচেষ্ঠায় কলেজটি সুপ্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে নদী ভাঙ্গনের ফলে কলেজ ক্যাম্পাসের অধিকাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়। ১৯৮০ইং সালে বতমান স্থানে ১৩.৯২ একর জমি অধিগ্রহনের মাধ্যমে কলেজটি নতুনভাবে প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালের ১লা মার্চ কলেজটি জাতীয়করণ করা হয় এবং পর্যায়ক্রমে কলেজটি বর্তমান অবস্থায় উপনীত হয়।
অত্র কলেজের সংক্ষিপ্ত বর্ননাঃ
——————————-
ঝালকাঠি সরকারি কলেজটি ১৯৬৪ সনে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮০ সনে কলেজটি জাতীয়করণ করা হয়। এত্র জেলায় এইটাই একমাত্র সহশিক্ষা সরকারি কলেজ। ঝালকাঠি জনবহুল জেলা শহর। ৫০ বৎসরের এই পুরাতন এবং খ্যাতি সম্পন্ন কলেজটিতে উচ্চ মাধ্যমিক শ্রেনী হইতে স্নাতকোত্তর/মাস্টার্স পযর্ন্ত চালু আছে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান ও ডিগ্রী পর্যায়-বিএ,বিবিএস,বিএসসি চালু আছে। সম্মান পর্যায়ে- বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ইসলামের ইতিহাস, দর্শন, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা র্কোস চালু আছে এবং স্নাতকোত্তর পর্যায়ে রয়েছে হিসাববিজ্ঞান ও রাস্ট্রবিজ্ঞান। কলেজটিতে মানসম্মত শিক্ষক মন্ডলীদ্বারা শিক্ষা পরিচালনা করা হয়। কলেজটিতে ১০০ সিট বিশিষ্ট ১টি ছাত্রাবাস আছে এবং ১০০ শয্যা বিশিষ্ট ছাত্রী হোস্টেল আছে।