ঝালকাঠি সরকারি কলেজের ওয়েবসাইট ও ফেজবুক পেজ সংক্রান্ত নোটিশ

www.jgc.edu.bd
ঝালকাঠি সরকারি কলেজের সুযোগ্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মো: ইলিয়াস বেপারী-স্যার এর উদ্যোগে ঝালকাঠি সরকারি কলেজের ওয়েব সাইটের কাজ সম্পন্ন হয়েছে এবং আজ এর শুভ উদ্ভোধন ঘোষণা করা হলো। এছাড়াও এর যাবতীয় কার্যাদি সম্পাদনে সহযোগিতায় ছিলেন জনাব শেখ রাকিবুল ইসলাম-সহকারী অধ্যাপক-অর্থণীতি , জনাব আসাদুজ্জামান রুবেল-সহকারী অধ্যাপক-রসায়ণ এবং জনাব সুমন কুমার-প্রভাষক-ব্যবস্থাপনা)
অত্র কলেজের সকল শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, কলেজের সকল নোটিশ/বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য কলেজের ওয়েবসাইট www.jgc.edu.bd এই ঠিকানায় পাওয়া যাবে।
***কলেজের নামে অনুমতি ব্যাতীত যারা ফেজবুক আইডি বা পেজ পরিচালনা করেন তাদের কোন প্রকার বিভ্রান্তিকর পোস্ট বা তথ্যে কলেজ কর্তৃপক্ষ দায়ী নন।
উল্লেখ্য যে, ঝালকাঠি সরকারি কলেজের অফিসিয়্যাল ওয়েবসাইট ও ফেজবুক পেজ ব্যাতীত অন্য কোন গ্রুপ বা পেজে নোটিশ প্রদান করা হয় না। ঠিকানাগুলো নিন্মরুপ:
কলেজের ফেজবুক পেজ: Jhalakathi GOVT. College
কলেজের অফিসিয়্যাল ওয়েবসাইট: www.jgc.edu.bd